সৌরভ ভট্টাচার্য
11 October 2021
তুমি ডাকোনি
আমি নিজেই এসেছিলাম
ক্রমশ নিজেকে
তোমার অভ্যাস করে ফেললাম
আমারও অভ্যাস তৈরি হল
তোমার উপেক্ষা ছাপিয়ে
ভালোবাসার অপেক্ষায় থাকার
তুমি বলোনি
আমি নিজেই ফিরে এলাম
তুমি বললে
আমি অকৃতজ্ঞ
আমি কিছু বললাম না
আমি জানি
অভ্যাস হারিয়ে গেলে
চেনা রাস্তা হারিয়ে যায়
চেনা রাস্তায় হাঁটার থেকে
ফিরে আসবে তুমিও
যখন বুঝবে সব চেনা রাস্তা
কাঙ্ক্ষিত গন্তব্যে যায় না