Skip to main content

এক প্যাকেট বাদাম। চিবোচ্ছেন, ভাবছেন। ভাবছেন, চিবোচ্ছেন। ভাবনাটা বেশ পুডিং-এর মত জমে আসছে। বেশ একটা বুড়ির চুলের মত মিহি সুখ আপনাকে আচ্ছন্ন প্রায় করে ফেলেছে... এমন সময় অকস্মাৎ আপনার মুখে এসে পড়ল - পচা বাদাম! 

গেল না পাকা আম মাটিতে থেঁতলে পড়ার মত, আপনার সুখ!

চলতে চলতে এরকম কিছু মানুষের পাল্লায় পড়তেই হয়। যতই ভাবুন আগে থেকে আকার দেখে বুঝবেন, উঁহু সেটি হচ্ছে না। পচা বাদাম দেখেও না, এ ক্ষেত্রেও না। যতক্ষণ না ব্যবহারজনিত স্বাদ পাচ্ছেন!