Skip to main content

---
আমি একটা নির্লিঙ্গ প্রেম খুঁজছি
বিছানায় আলকুশি ছড়িয়ে
     নগ্ন শরীরে শরীরীকে খুঁজে

-----
ঝড়ের হাওয়া শিকল নাড়ল
নাম জানত আমার?
  জানি না তো,
  তবু খুব চেনা গলায় ডাকল


----
শিল কুড়াতে গিয়ে হাতে বাজ পড়ল
শুধু গোলাপ না, সাথে কিছু কুঁড়িও পুড়ল
 

Category