সৌরভ ভট্টাচার্য
19 February 2015
একলা একটুকরো হাওয়া আমার শোয়ার ঘরে
আমার দিকে তাকিয়ে বলল, চেনো আমায়?
আমি স্মৃতির জানলা খুলে, যতদূর চোখ যায় চাইলাম, চিনলাম না
বললাম, কে তুমি?
সে বলল, তোমার দীর্ঘশ্বাস
আমি থমকে চুপ করে রইলাম
সে বলল, আমি ঝড়ের জন্য বসে আছি
কত দীর্ঘশ্বাসে একটা কালবৈশাখী তৈরী করে-
তুমি জানো না
আমার বুকের ভিতর ওথাল -পাথাল
কি ও? কালবৈশাখী?!
কত দীর্ঘশ্বাসে একটা কালবৈশাখী তৈরী হয়
সত্যিই জানি না