সৌরভ ভট্টাচার্য
24 February 2015
বুকে হাত রাখল
আমার হৃৎপিন্ড ছুঁয়ে বলল-
এত তাড়াতাড়ি ছোটে?
আমি বেগ কমালাম
আবার এল
হাত রেখে বলল, এত ধীরে?
বেগ বাড়ালাম
সেবার বলল
হয় নি এখনও
আমি ছুঁতে যেতেই
আমায় হৃৎপিন্ড বলল
ছুঁবি না শালা, ভীতু কোথাকার!
ওর বুকে হাত রেখে দেখ
ওরটা থেমে গেছে কবে!
আমি থমকে গিয়ে
ওর বুকে হাত রাখতে যেতেই
ও দৌড়ে পালাল
আমি ফিরে এলাম
মাথা নীচু করে বসে আছি এখন
আমার বুকের কাছে
ও দৌড়াচ্ছে
বেপরোয়া পাগলের মত দৌড়াচ্ছে
ধক ধক ধক ধক
আমার কান্না পাচ্ছে
লাগাম ছাড়া খুশীর কান্না
যেন কালবৈশাখী আমরা একলা ঘরে
একলা আমার হয়ে