সৌরভ ভট্টাচার্য
24 January 2018
কাল কি হল থেকে হেলমেট দেবে না নিয়ে যেতে হবে সাথে করে? কোর্টের অর্ডার পড়ি নাই। তাই সাদা মনে জিগাইতেসি। আমার যদিও বামুনের শরীর। তায় রক্ষে পাব কি না কে জানে? রাজপুতেরা কি পৈতে দেখে ভয় খায়? কে জানে বাপু।
আর একটা কথা, ক্যালানি খাওয়া, থুড়ি মার খাওয়ার (কি ম্লেচ্ছ ভাষা বেরিয়ে গেল হাত ফসকে, আসলে নার্ভাস ফিল করছি) আগে রাজপুত চেনে কি করে? তাইলে আগে থাকতে সাবধান হই আর কি!
আর একটা কথা, ক্যালানি খাওয়া, থুড়ি মার খাওয়ার (কি ম্লেচ্ছ ভাষা বেরিয়ে গেল হাত ফসকে, আসলে নার্ভাস ফিল করছি) আগে রাজপুত চেনে কি করে? তাইলে আগে থাকতে সাবধান হই আর কি!
রক্ষা করো, এক বাস স্কুলবাচ্চাকে কেমন ভয় দেখালো ভিডিওটা দেখলেন? উফ!! এলেম আছে বলতে হবে। এখন থেকে যদি অগোদের মাথায় নিজেদের ক্ষ্যামতার আন্দাজ না ঢুকাতে পারেন, তবে কবে শিখবে? নিউটনের সূত্র পড়ে? আহাম্মকের দল তোমরা! জাতিপ্রেম বলে কিস্যু নাই গো!