Skip to main content
 
অনেকেই তো শ্বাস নিচ্ছে, তুমি আর শ্বাস টেনে কি করবা?
     এই কথাটার যেমন কোনো মানে হয় না
তেমনই, অনেকেই তো প্রেমের কবিতা লিখেছে
   তুমি প্রেমের কবিতা লিখে কি করবা
  এটাও একটা গবেট প্রশ্ন
আসলে তুমি কোকুন বুঝো নাই
  তাই ভাবো সব প্রজাপতি এক কোকুন থেকেই বেরোয়
   আসলে তুমি বোকা
      আমিও হচ্ছি
         তোমায় ভালোবেসে
এইটাই আমার প্রেমের কবিতা

Category