Skip to main content
 
  ছিটকে গ্রহ সৃষ্টি হয়েছিল
কেউ কোনো কথা বলেনি
গ্রহপুঞ্জ দল বাঁধেনি,
   কক্ষপথের বাধ্যতা মেনেছিল
ধূমকেতু প্রশ্ন করেছিল -
            আমিই তবে আকস্মিক?
মহাকাল তারও কক্ষপথ চিনিয়ে দিয়েছিল
নিশ্ছিদ্র শৃঙ্খল। নির্ভুল আবর্ত।
ধরিত্রীর গর্ভসঞ্চার হল
         সমুদ্রের গোপন অঙ্কে জন্ম নিল
                  প্রথম প্রাণ - চেতনা
মহাকাল অসীমের কাছে চাইল নতুন কক্ষপথ 
                         প্রাণের জন্য
অসীম বলল, বিস্ময়ের বেদনা

Category