Skip to main content

মিথ্যাকথা তত কষ্ট দেয় না, যতটা দেয় ক্ষুদ্রতা। কোনো কাজের পিছনে যখন দেখি অত্যন্ত ক্ষুদ্র বুদ্ধি, যাকে রামকৃষ্ণদেব বলতেন হীনবুদ্ধি। 
কাকে ক্ষুদ্রতা বলি? যে চেষ্টা আমার থেকে শুরু হয়ে আমাতেই শেষ হয়। এক ধরণের আত্মপূজা। আত্মতোষণ। 
গীতায় যজ্ঞের কথা আছে। সে যজ্ঞ আগুনে ঘি ঢালা নয়। বলা হয়েছে সেই চেষ্টার কথা, যা আমাতে শুরু হয়ে সবাইতে গিয়ে মিশেছে। বলা হচ্ছে তবে সে কাজ সার্থক। মহাভারত বলছেন, বহুজন হিতায় চ, বহুজন সুখায় চ - অনেকের মঙ্গলের জন্য, সুখের জন্য। এইটাই তো সমাজ গঠনের মূল কারণ ছিল না?
তাই ছিল, আছে, থাকবেও। কিছু মানুষ অসামাজিক হবে এও বাস্তব। ঘুণপোকার মত। তাদের না বাড়তে দেওয়াই মঙ্গল। সে ট্রাম্পই হোক চাই পাড়ার ছেনো মস্তানই হোক। সময়ের স্রোতে এরা হারিয়ে যায়, এও ঘটনা। তবু শঙ্কা হয়। কত দুর্যোগ এরা আনবে কে জানে?
তাই মনে হয় যজ্ঞটা সম্পূর্ণ না হোক, অন্তত আংশিক হোক। গীতায় বলছেন, যে শুধুমাত্র স্বকারণে জীবনধারণ করে সে চোর। সত্যিই তো তাই, যা পেয়েছি তা যেন একান্ত আমারই জন্য রাখা ছিল এমন মনোভাবেই তো চলে এসেছি। জীবনের মূল সুরকে আত্তীকরণ করতে না চেয়ে আত্মসাৎ করতে চেয়েছি। আজ দেনায় দেনায় জেরবার ঘরে-বাইরে। কবে জাগব? সাপুড়ে হয়ে লাভ কি, জহুরী কই? মণি চিনব কবে?