সৌরভ ভট্টাচার্য
14 October 2014
সবার আগে, সব দাবীগুলো তুলে নাও
রাম শ্যাম যদু মধুর ওপর থেকে
এমনকি নিজের শরীরের মনের ওপর থেকেও
আরো আছে, যদি ভগবানে বিশ্বাস করো
তাঁকেও দাও রেহাই।
তারপর তোমার বারণগুলো ফিরিয়ে নাও
যা ঘটছে তা ঘটতে দাও
যে যা বলছে তা শুনে যাও
যে যা করতে চাইছে করতে দাও,
এমনকি যদি ভগবানে বিশ্বাস করো
তাঁকেও দাও রেহাই।
তোমার ভাগ্যের সাথে সন্ধি করো
ও ব্যাটা তোমায় কেন, তোমার ছায়াকেও ছাড়বে না।
ওর সাথে কথা বলো, কিন্তু কোনো প্রশ্ন কোরো না।
এমনকি তুমি যদি ভগবানে বিশ্বাস করো
তাঁকেও না।
এবার আরাম কেদারায় চোখ বুজে বসো,
দেখো মনটা পোষা লালু বা কালুর মত
তোমার পায়ের কাছে বসে লেজ নাড়ছে
তোমার কাছে করছে অশান্তির আবদার।
খবরদার! ওতে ভুলো না,
কারোর দিকে তাকিও না
এমনকি তুমি যদি ভগবানে বিশ্বাস করো
তাঁর দিকেও না।