Skip to main content



কি ভাব তোমার রচনা : সৌরভ ভট্টাচার্য্য আবৃত্তি পাঠ: সংহিতা ব্যানার্জী মূল কবিতা ============= ঘুমের মধ্যে এসে দাঁড়ালে,      হেসে বললে, এই তো আমি। আমি বললাম,    আমার জাগায় তবে কে?  তুমি বললে, সেও আমি।      চোখে তোমার মৃদু কৌতুক।  আমি বললাম, তবে আমি?  নিস্তব্ধ চারদিক।  দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনি -     "আমি"...."আমি"...."আমি"..... মাথার মধ্যে ঘোর উঠল যেন সহস্র ঘোড়ার খুরের আঘাত     ধুলোয় ধুলোয় ঢাকা চারদিক. আমি অস্থির     চোখ বুঝলাম         একি! একি! একি! ধুলোর মধ্যে ভেসে এলো      রাধাচূড়ার পাপড়ি একটা হাত বাড়ালাম     মুঠোয় নিলাম মুঠো খুললাম কিচ্ছু যে নেই               না আমি                       না তুমি ঘুম ভাঙল দিনের আলোয় কান্না কেন?      শূন্যতার এ কেমন রঙ আজ?                ওগো রাধাচূড়া,            কি ভাব তোমার?