সৌরভ ভট্টাচার্য
21 April 2016
প্রেম করবেই ঠিক করেছিল
কাছে আসলেই থমকে গিয়ে বলত
না না না, এখন না।
মনে বলত, এ সে না, এ সে না।
এখন সে থাকে, কার যেন একটা সাথে
প্রেমের কথা বললেই বলে, ও সব মিছেকথা,
ছেলে ধরানো কথা, মেয়ে বোকানো কথা।
তবু পূর্ণিমার রাতে জানলা
একটুখানি ফাঁক করে শোয়। কে জানে,
সত্যিই প্রেম বলে যদি কিছু থাকে!
ওর সাথে যে থাকে,
সে রোজ রাতে বিছানা ঝেড়ে,
বালিশ পেতে যখন শুতে আসে, মনে মনে ভাবে -
এই তো স্বর্গসুখ!
তাই সে ঘুমের কপালে রোজ
কাজলের একটা টিপ এঁকে রাখে।