সৌরভ ভট্টাচার্য
28 October 2017
কবিতা আমায় বলেছে
বারবার বলেছে
আমার আগে যারা আগুনে পুড়েছে,
যারা মাটির নীচে শুয়ে আছে,
(কিম্বা যারা কোনোটাই পায়নি)
হৃদয় তাদেরকেও শান্তি দেয়নি
হৃদয় শান্তি দেয় না
হৃদয় বাস্তব ছাপানো সত্যতে পোড়ে
পুড়তে পুড়তে শব্দ খোঁজে
যে শব্দগুলো ভিজে মাটিতে আগুন জ্বালে