সৌরভ ভট্টাচার্য
19 September 2014
এ ভীষণ দ্বন্দ্ব রাজা রাম
যে কেহ পারে
সে করুক ইহার অবসান।
ব্রহ্ম বড় অথবা যেখান হইতে তাঁর বিকাশ?
বেদ বড় অথবা যাঁহা হইতে তাঁর প্রকাশ?
মন বড় অথবা যাহা সে করে বিশ্বাস?
রাম বড় অথবা রামকে যিনি জানেন
কবীর ফিরিছে ঘুরিয়া, বোঝা ভীষণ শক্ত
তীর্থক্ষেত্র বড় অথবা প্রভুর যিনি ভক্ত?
[sabda 112]