সৌরভ ভট্টাচার্য
13 June 2018
সহস্র কণ্ঠে ধ্বনিত হল কবির গান। কবির ছড়া-কবিতা।
কোলাহল উঠল আকাশে বাতাসে
কবি নিভৃতে নিঃশব্দে বলে উঠলেন,
কণ্ঠের সংখ্যা কম হলে ক্ষতি ছিল না
সংখ্যার ভারে হৃদয় পড়ল চাপা
হল একা
যশো লক্ষ্মী হাসলেন অলক্ষ্যে
বললেন, "ওরে মূঢ় এসেছিলাম অমরা হতে
তোরে দিতে সহস্র ধন রাশি রাশি
ফিরায়েছিলি মোরে
সরস্বতী লাগি
পূজিতে শ্বেতপদ্মাসনা
আজ নিতেছি শোধ
তোরে আলম্বিয়া রচিছি মোর স্বর্গ
সরস্বতীরে দিয়া নির্বাসন"
কবি নিরুত্তর
পশ্চিম বাতায়নে দাঁড়ালো প্রাচীন ভক্ত
নীরবে চোখের দিকে চেয়ে বলল,
এসো কবি, বসি নিভৃতে
প্রকৃতির সাথে যেখানে মানুষের চিরকালীন আত্মীয়তা