Skip to main content
 
 
ধর্ম সংবেদনশীল। ধর্ষণ নয়। ওটা নিয়ে কথা চলুক। আগেরটা নয়। অন্ধ বিশ্বাস? না তো, কিছু সহজ সরল মানুষের বিশ্বাস। যা তাদের নাকি শান্ত রেখেছে। নাকি তাদের আত্মমগ্ন রেখেছে। নাকি তাদের আশায় রেখেছে। দুষ্টুমি তো করে দুষ্টু লোকেরা।
 
ঈশ্বর কথাটা সংবেনশীল। ধর্ষণ নয়। ওটা নিয়ে কথা চলুক। অন্ধ বিশ্বাস? না তো, বহু মানুষের জীবিকা শুধু না, চিন্তাশূন্য, প্রশ্নশূন্য, ফার্নেস মস্তিষ্কের চিরাগ।
 
রাজনীতি কথাটা অসভ্য। ধর্ষণ কথাটা খবর। প্রথম কথাটা উচ্চারণ কোরো না। ওটা আমাদের বিষয় নয়। ধর্ষণটা আমাদের বিষয় নয়। দুটোই টিভির আর খবরের কাগজের।
 
 
উপসংহার - ধর্ম ঈশ্বর সংবেনশীল। রাজনীতি ধর্ষণ টিভির আর খবরের কাগজের। আমাদের হাতে ফেসবুক আর বুকে ভয়, আশঙ্কা, আতঙ্ক। 
 
আমাদের পা মিছিলে হাঁটুক। আমাদের হাতে মোমবাতি জ্বলুক। আমাদের আঙুল কবিতা, স্টেটাস টাইপ করুক। কিন্তু মূল কথাটা অনুচ্চারিতই... এত কুসংস্কার কেন?
 
পাদটীকা - কুসংস্কার মানে ডানহাতে ছুঁচু করে ফেলায় গঙ্গাস্নান নয়। এই বিশ্ব চরাচরের কয়েকজন প্রতিদ্বন্দ্বী শাসক আছে, যারা মানুষের যৌন পছন্দ, খাদ্যতালিকা, বিবাহের পাত্র-পাত্রী নির্বাচন, দিনপঞ্জিকা মেনে চলেন এরকম নানা বিশ্বাসে প্রত্যক্ষ বা পরোক্ষ মদত জুগিয়ে চলাও সমান সারির পাপ। সবটাই ইন্টাররিলেটেড।
 
স্লোগান - যে কোনো রকম কুসংস্কার থেকে নিজে বাঁচুন অন্যকে বাঁচান। আমাদের প্রাচীন ঐতিহ্য যতই গৌরবান্বিত হোক। পেস্ট কন্ট্রোলে ফোন করুন। উই বড় সাংঘাতিক। সব বল্মীক বাল্মীকি তৈরি করে না।