সৌরভ ভট্টাচার্য
15 June 2016
বাঁধাবাঁধি, গোছগাছ সব সারা হয়ে গিয়েছিল। তার ফিরতে হবে ঘরের দিকে।
ফেরার পথে পায়ে ফুটেছিল কাঁটা
সে মাথা নীচু করে কাঁটাটা বার করছিল যখন
আচমকাই ছড়িয়ে পড়ল সব মাটিতে তখন
কি করে?
জানি না। হয় তো আলগা ছিল বাঁধন।
আর ফেরা গেল না। ফিরে এল।
একটা কাঁটার গায়ে দোষ পড়ল পথ আটকানোর
অথচ কেউ জানল না
কেউ জানতেও পারবে না
কোন বেঁধা কাঁটায় আলগা ছিল বাঁধন
ঘর হারিয়েছিল কি অন্যমনস্কতায়!