Skip to main content

তোমার প্রতিটা শ্বাসে আমার চুম্বন
ওরা ফাঁকি দেবে এমন সাধ্য কি?

তোমার না বলা কথার গঙ্গোত্রী
      এখনো অযুত বরফে ঢাকা
আমার মর্মের মোহনা পথ চেয়ে ওদের

তোমার বুকের ভিতর যে প্রেমের ভুলভুলাইয়া
তার সব কটা চোরাপথ কে চেনাবে আমায়?

কিছু ভোর সন্ধ্যের মত হয়
নেহাতই গ্রহণ অথবা বাদলা আকাশ সেটা
   আমাদের ভুল হয়, ভোরের পাখির হয় না

ওরা অন্ধকারের কথা শোনে আলোর বিশ্বাসে

তুমিও কান পাতো

Category