সৌরভ ভট্টাচার্য
8 November 2017
সেদিন আমায় কে একজন জিজ্ঞাসা করল,
"আচ্ছা, এতদিনের সম্পর্কে আপনারা কি পেলেন?"
ভাবলাম কথাটা।
তাই তো, কি পেলাম?
না তো তোমায় নিয়ে বিদেশ গেছি
না তো একখানা কবিতার বইও তোমার নামে উৎসর্গ করেছি
না প্রাসাদ গড়েছি
না তো আমরা হীরে জহরতে ঢেকে গেছি
কি পেলাম আমরা?
ভাবতে ভাবতে কারেন্ট গেল
অন্ধকার ঘর।
মেঝেতে জ্যোৎস্নার আলো
কখন এসেছে চুপিচুপি ঘরে?
খেয়াল করিনি বিদ্যুতের আলোয়।
তুমি পাশে বসা
অন্ধকারে দেখা তো যায় না
পাচ্ছি তোমায় অনুভবে, না ছুঁয়েও
উত্তর পেলাম
এতদিনের সম্পর্কে পেয়েছি কি জানো?
হীরক স্ফটিক স্বচ্ছতা
সাধন করেছি, এমনি কি হয়?
দুজনের কাছে দুজনে হব স্বচ্ছ, অমলিন
শপথ নিয়েছি
তাই পেয়েছি
সংশয়াকুল টালবাজারে কাকচক্ষু স্বচ্ছতা!