সৌরভ ভট্টাচার্য
11 June 2017
মাথার মধ্যে যারা ঘোরে
যারা ঘুরতে ঘুরতে কথা বলে
এক একটা সাম্রাজ্য তৈরি করে
আবার ভেঙে ফেলে,
তারা কারা?
বুকের মধ্যে যে ব্যাথা পায়
মান-অভিমানের কথা বলে
উত্তর দেয়, উত্তর চায়
ঝড়-জলে মাটি আঁকড়ে টিকে থাকতে চায়
সে কে?
যারা মাথার মধ্যে অনেক
আর যে বুকের মধ্যে এক
তাদের নিজেদের মধ্যে কি দেখা হয়
না আমার আয়নায় দুজনের ছায়া ভাসে?
এ আয়নাটা ভেঙে গেলে যদি সব শূন্য
তবে এ আয়নাটার পিছনে কে?