সৌরভ ভট্টাচার্য
10 October 2014
আমার ইচ্ছা করে
তোর সাজের বাক্সটা রেখে আসি
এভারেস্টের চূড়ায়, না তো
অ্যমাজনের জঙ্গলে।
কে সাজায় তোকে?
তাকে বলিস, সাজ আড়াল করার জন্য না!
যদি না বোঝে, তবে ওকে রামধনু দেখাস
কিম্বা সকাল বেলা বাগানে নিয়ে দেখাস, ভিজে শিশিরের উপর পড়ে থাকা শিউলি।
তারপর তোর চোখের দিকে তাকাতে বলিস,
আর বলিস, যেন কাজল না দেয়।
তাও যদি না মানে, ছাদে নিয়ে যাস
দেখাস পশ্চিমাকাশের রঙ, সূর্যাস্তের সময়।
তারপর তোর ঠোঁটের দিকে তাকাতে বলিস,
আর বলিস তাতে কোনো রঙ যেন আর না দেয়।
তাও যদি না বোঝে
দিস লেবুর খোসা ওর চোখে চটকে
বেটা অন্ধ,
যে তোর রূপকে করতে চায় সাজের আড়াল!