Skip to main content
justice

সেই আদিযুগে মানুষ প্রশ্ন করেছিল, জাস্টিস কি? আজও উত্তর খোঁজা চলছে। মাঝে কত ছোটো বড় স্টেশানে ট্রেন দাঁড়ালো। কিন্তু শান্তি পেল না। উত্তর পেল না। আবার যাত্রা শুরু হল। ধ্রুব তৃষ্ণা। এই তো জীবন। মেধার রাস্তা। আকবর বলেছিলেন, রাহে আকল...যুক্তির রাস্তার কথা। সেকুলার ভারতের কথা। সেকুলার বিশ্বের রাস্তা খুঁজছেন অমর্ত্য। জাস্টিস কি? মঙ্গল কিসে? ন্যায় কি? সেদিন ভারতে ন্যায়ের আরেকটা প্রতিশব্দ ছিল, ধর্ম। ধর্ম মূল ঠিক থাকলেই অর্থ-কাম-মোক্ষ টিকবে। নইলে সব ধসে যাবে। আমরা যখন বলি, ধম্মে সইবে না। তখন তো ন্যায়ের কথাই বলি। জাস্টিসের কথাই বলি।

     আজ ঘটনাক্রমে এই দুটো বই পাশাপাশি খাটে ছিল। তখনই মনে হল, মানুষের কত যুগ ধরে চলে খুঁজে চলা প্রশ্ন, এইভাবে পাশাপাশি বসে, শীতের রোদে। চমক লাগল। 

Category