sumanasya
18 January 2024
বিহ্বল। তবু স্থির। তবু উদাসীন।
নীরব। কিন্তু আত্মবিশ্বাসী।
মৌনতা। সাধনা তার। সত্য অঙ্কুরিত বাক্য। সহমর্মিতার মাটিতে ডালপালা মেলে তপস্বীর অপেক্ষায় থাকে। যে এসে বলবে, আত্মত্যাগের আলোয়, তাপে যত্ন করব তোমার। চাতুরীর কুয়াশায় নয়।
একটা যুগের সূচনা হবে।