Skip to main content
আমার গভীরে জন্ম নিয়েছে যুগান্তরের কবিতা
সভ্যতার ইতিহাসের হলুদ পোকায় কাটা দলিল
                                    উড়িয়ে দিয়েছি
কয়েকটা নুড়ি কুড়িয়ে ঘর বেঁধেছিলাম
স্বপ্নের ঝুলগুলোতে জমেছিল রাশ রাশ ব্যর্থতা

                               ছিঁড়ে ফেলে এসেছি

আমি মুক্ত, আমি নির্ভার,
 
আমি অর্থহীন সাম্রাজ্যের একছত্র সম্রাট
           আনন্দ মহাকালের

(সমীরণদার লেন্সকাব্য)
 
 

Category