Skip to main content

11

 

"The first full day of a campaign to vaccinate 640,000 children against polio in Gaza has been successful" বিবিসি জানালো।

এ ছবিগুলো টাইমলাইনে থাক। সাদা চাদরে ঢাকা শিশুদের দেহের স্মৃতি মুছবে না কোনোদিন। তাদের হয়ে জাস্টিস চাওয়ার স্বর বড় ক্ষীণ। কিন্তু এ ছবিটাও তো সত্য। যুদ্ধের সাময়িক বিরতিতে রাজী করিয়ে হাজার হাজার মানুষ নেমে পড়েছেন বাচ্চাগুলোকে পোলিও ভ্যাক্সিন দিতে। মায়েরা কোলে বাচ্চা নিয়ে লাইনে এসে দাঁড়িয়েছেন বাচ্চাদের সুস্থ জীবনের কথা ভেবে, চারদিকের মৃত্যুর তাণ্ডব উপেক্ষা করেই।

পেসিমিজিসম, ডিস্টোপিয়া - এইসব ভাব নিয়ে অন্ধকার অন্ধকার খেলা অলস মায়োপিক বুদ্ধির খেলা। ভালো লাগে না। মানুষ বাঁচতে চায়। এটাই সব চাইতে বড় সত্য। যাদের জীবনে সত্যকারের বাস্তব সঙ্কট তারাই জানে প্রতিটা দিন বেঁচে থাকার মূল্য। ভয়ংকর যুদ্ধের মধ্যে দাঁড়িয়ে এ ছবি মানবপ্রকৃতির যে দিকে ইঙ্গিত করে, সেই প্রকৃতির দিকে তাকিয়েই ভরসা হয়, এ যুদ্ধ একদিন থেমে যাবে আবার সেখানে মানুষ রাস্তাঘাট বানাবে, ঘর, স্কুল, হাসপাতাল বানাবে, শান্তিতে বাঁচবে।

আশা সব সময়েই যুক্তিবধির। নইলে কোনোদিন মানুষের ইতিহাসে কোনো বড় বিপ্লব হত না। আশা আত্মার গভীরতার আস্তিক্য। ওই ধ্বংসস্তুপের মধ্যে শিশুকোলে দাঁড়িয়ে থাকা মায়েরাই আমার কাছে জীবনের একমাত্র বাণী আজ। বাকি সব শুধুই অন্তঃসারশূন্য বাক্যের আস্ফালন। সব শিশু বেঁচে থাক। মূল উচ্ছেদ করে কোন গাছ বেঁচে থাকে? দম্ভের রসদ ফুরিয়ে এলে সবাই বোঝে এ কথা একদিন।