sumanasya
26 December 2022
দুজনে একসঙ্গে ঢুকল প্রসাধনী কক্ষে
হাত ধরাধরি করে
আঙুলের ফাঁকে ফাঁকে
ঈর্ষার উদ্বেগ
একে অন্যের চুল বাঁধল
টিপ পরিয়ে দিল
এ ওর কপালে
দামী সুগন্ধিতে
মাখামাখি হল দুজন
পরিপাটি করে
এ ওকে পরালো দামী পোশাক
যতটা যত্ন করে পরালে
বিবেকের দীর্ঘছায়া
ছাড়িয়ে
দাঁড়ানো যায় একা
ক্রমশ শ্বাস হল দ্রুত
হৃৎপিণ্ডে ছুটছে
ঘোড়ার খুরের শব্দ
দুজনেই চোখের আড়ালে খুঁজছে
সেই ঘাতককে
যে সব প্রসাধনীকক্ষে
লুকিয়ে বসে থাকে ছায়ায় মিশে
একজনই বেরিয়ে যেতে চায়
আরেকজনের লাশকে শ্রদ্ধা জানিয়ে
একা
জয়ী হয়ে