Skip to main content

অন্ধকার গাঢ় ভীষণ 
চেতনা, জোনাকির মত ঝলসে উঠছে
         এখানে ওখানে, দেখছি

মুষ্টিমেয়?

তা হোক, তবু তো আলো!
 একদিন অনেকগুলো জোনাকি মিলে তৈরি করবে সূর্যের মত জ্বলন্ত গোলা

  বিশ্বাস রাখি

 শুধু দমচাপা শ্বাসের বাষ্পগুলো জমার অপেক্ষায়
                  ওরাই জ্বালানি যে!

Category