সৌরভ ভট্টাচার্য 23 March 2017 অন্ধকার গাঢ় ভীষণ চেতনা, জোনাকির মত ঝলসে উঠছে এখানে ওখানে, দেখছি মুষ্টিমেয়? তা হোক, তবু তো আলো! একদিন অনেকগুলো জোনাকি মিলে তৈরি করবে সূর্যের মত জ্বলন্ত গোলা বিশ্বাস রাখি শুধু দমচাপা শ্বাসের বাষ্পগুলো জমার অপেক্ষায় ওরাই জ্বালানি যে! Category কবিতা Log in or register to post comments5 views