sumanasya
31 October 2022
কোনোদিন শুনেছ?
ঘাতক ফিরে এসেছে দিনের আলোয়?
রক্ত মাখা ঘরটায় ঘুরে বেড়াচ্ছে রোজ,
কাউকে পরোয়া না করে?
নিঃস্ব ঘরটার দেওয়াল, মেঝে, ছাদ
সব কিছুতে মিশিয়ে যাচ্ছে নিজের শ্বাসপ্রশ্বাস?
মাড়িয়ে যাচ্ছে সব নিষ্ঠুর স্পর্ধায়!
কোনোদিন শুনেছ?
তবু সে নিহত প্রাণ
ঘাতকের আরেকবার চুম্বনের আশায়
ফিরে ফিরে আসে রোজ?
ঘাতকের প্রতিবারের চুম্বনে
মৃত্যুর প্রতিটা মুহূর্ত জীবন্ত হয় আবার
সে সন্ধ্যের বুকে
দিনের আলোর মত রাখে মাথা,
ছিন্নভিন্ন হতে হতে
হয়ে ওঠে নামগোত্রহীন বিন্দু বিন্দু তারা
বিষাক্ত স্বপ্নেরা তার
বাদুড়ের মত ডানা মেলে
উড়ে বেড়ায় উন্মাদের মত দশদিক
নিঃসম্বল
ভোরবেলা
শিশির হয়ে ঝরে পড়ে ঘাসে
টুপ টুপ টুপ
রক্তের দাগ মোছে
সূর্যের আরক্ত উষ্ণতা
দিগন্তলীন মহাকাশ
নীল উত্তরীয় গায়ে
নেমে আসে সবুজ পুকুরে
বাতাসের শিরশিরানি ছুঁয়ে
জেগে ওঠে ঢেউ, নারকেল বন
ভিজে শামুকের খোলে
জন্ম নেয় ভালোবাসা