সৌরভ ভট্টাচার্য
2 October 2017
একটা কবিতা লিখতে লিখতে
সকাল গড়িয়ে বিকাল হল
বিকাল গড়িয়ে রাতও হত হয়ত
তুমি না এসে পড়লে গোধূলিতে
সিঁদুর মাখা পশ্চিম আকাশ নিয়ে ঘরে
যদি না আসতে
মধ্যরাতে না ঘুমানো জোনাকিরা
চুরি করে নিয়ে যেত সে কবিতা
তারপর হঠাৎ কোনো একদিন সন্ধ্যেবেলা
ভীষণ মন খারাপ হত আমার
কবিতাটার জন্য
জোনাকিরা হয়ত তখন ঘুমিয়ে পড়েছে!
কে বলতে পারে?