Skip to main content

জলের অপচয় বন্ধ করা নিয়ে পাঠ দিচ্ছি। সবাই গম্ভীরমুখে শুনছে। এমন সময় একজন অতি উৎসাহী ছাত্র প্রশ্ন করল, আচ্ছা স্যার, তাই কি বিদেশে কাগজের রোল রাখা থাকে কমোডের পাশে? মানে জলের যাতে অপচয় না হয়?
       আমি হ্যাঁ কি না উত্তর দেওয়ার আগেই পাশের থেকে একজন ছাত্রী বলে উঠল,
       হুঁহুঁ, আমার মায়ের পাল্লায় তো পড়তে হয়নি, অমন কাগজে মুছে এসেছে শুনলে দু-বালতি জলে উঠানে দাঁড়িয়ে স্নান করিয়ে ঘরে ঢোকাত, তার চাইতে বাবা একমগ জলই খরচ করা ভালো নয়কি!
       বুঝলাম জল সংরক্ষণ ব্যপারটার সাথে ভৌগলিক সংস্কৃতির গভীর যোগাযোগ আছে।