সৌরভ ভট্টাচার্য
15 September 2015
জীবনটা খানিকটা জলের দাগ কেটে খেলার মত। তুমি মনের আনন্দে একটা জলের দাগ কাটলে, কল্কা আঁকলে। সেটা কিছুক্ষণ থেকে গেল। আরেকটা কিছু আঁকতে লাগলে, ইতিমধ্যে আগেরটা মিলাতে শুরু করল। তুমি বিদায় নিলে, জলের সব দাগও চিরকালের জন্য মিলিয়ে গেল।
তুমি বলবে, তা কি করে হয়? এই যে কত কত মহাপুরুষের কত অক্ষয় কীর্তি আজও রয়ে গেছে, সে তো জলের দাগের মত শুকিয়ে গেল না তোমার কথা মত?
শুকাবে কি করে? কত মানুষ যুগযুগ ধরে সেই দাগগুলোর উপরে দাগ বুলিয়েই চলেছেন, বুলিয়েই চলেছেন বলো? না হলে কি থাকত সে দাগ? কবে যেত না, কালের হাওয়ায় শুকিয়ে!
রামায়ণের শ্লোক থেকে রবি ঠাকুরের গান, কবিতা - আমরা বুলাচ্ছি না দাগ? মেলাতে চাইছি না, জীবনের একটা দাগ অন্তত তাঁদের আঁকা একটা দাগের সাথে মেলাতে? যাতে সে দাগ অক্ষয় হয়, আমার জীবনও হয় সার্থক। কি বলো?