Skip to main content
 
 

নৌকা বলল,
    আমি কোথায় ভাসছি?
       একি জল না আকাশ!

বাতাস বলল
   আমি দুজনকেই তো চিনি
      ডুবে যদি যাও
            জল
         হারাও যদি
              আকাশ