Skip to main content

হাত ডুবিয়ে স্রোত ছুঁয়ে থাকি
  মুঠো তো করি না,
     তল পাওয়ার লোভে
          যোঝাযুঝিও না

নদী চেনে না আমায়
     আমি তা জানি
         কিন্তু জানান দেওয়ার তো তাগিদ রাখি না, অভিমানে না,
       ডুব ভালো লাগে
           অকারণে হাত-পা ছুঁড়ে সাঁতার কাটি না

কি হবে কেটে?
এ পার, ও পার কিসের ফারাক!
   পারাপারের তো কারণ দেখি না

সকাল সন্ধ্যে
    বর্ষা বসন্ত
   নিজের পথে সবাই আসে
     দেখা তো হয়
তাই আগ বাড়িয়ে হাজিরা দিই না

  আসা যাওয়ার এ কালচক্রে এই বেশ আছি
        কেন্দ্র থেকে পরিধিতে আসা
   সময় ফুরালে ফের ফিরে যাওয়া

  নিঃশব্দে যাব
    বিনা অভিযোগে,
        পিছুটান কিছু রেখে তো যাব না

Category