sumanasya
15 August 2023
তুমি যদি খুব কাছ থেকে, তোমার
সব ফিতে, স্কেল, দাড়িপাল্লা সরিয়ে একজন মানুষের চোখের দিকে তাকাও.... দেখবে একটা মানস সরোবর। তার হৃদয়ে জমে মেঘ। বৃষ্টি হয় দিনরাত। সে মানস সরোবরে ওঠে ঢেউ।
যদি আরো ভালো করে তাকাও, দেখবে তার টলটলে স্বচ্ছ জলে তোমারও মুখের ছায়া। বড্ড চেনা। বুঝবে, আসলে কেউ-ই নয় অপরিচিত একেবারে।