Skip to main content

যদি তুমি ভাবো, নেই
তবে নেই
যদি তুমি ভাবো, আছে
তবে আছে
যদি তুমি ভাবো, আকার
তবে আকার
যদি তুমি ভাবো, নিরাকার 
তবে নিরাকার
যদি তুমি ভাবো, মিথ্যা 
তবে, মিথ্যা
    সে সত্যতেই না হোক সে সত্য 

কিন্তু এ খেলা খেলতে খেলতে
   যদি কোনোদিন বলো,
             হিংসা
তবে হবে ভুল 

  ভালোবাসাহীনতা 
      ভালোবাসার আকাঙ্খাই শুধু
                হয় তো বা অভিমান
 কিন্তু সত্য নয়

প্রভুতাহীন বাঁধন 
সে

   পরম স্বাধীনতা 

Category