Skip to main content

একটা ভাষাই এ জন্মে জন্মান্তর ঘটাতে পারে
যদি সেটা মাতৃভাষা হয়

একটা ভাষাই মায়ের আঁচল
বিশ্ব আঙিনায় আনতে পারে
যদি সেটা মাতৃভাষা হয়

একটা ভাষাই আমার সাথে আমার বুকে নামতে পারে
যদি সেটা মাতৃভাষা হয়

একটা ভাষাই চিন্তামণির সব জ্যোতিতে রাঙতে পারে
যদি সেটা মাতৃভাষা হয়

একটা ভাষাই নাকের জলে চোখের জলে
ব্যাথার নামতা পড়তে পারে
যদি সেটা মাতৃভাষা হয়

একটা ভাষাই বুকের ভিতর প্রেম কাঁচিয়ে আনতে পারে
যদি সেটা মাতৃভাষা হয় 

একটা ভাষাই সব ভাষাকে আমার ভাষা করতে পারে
যদি সেটা মাতৃভাষা হয়

Category