সৌরভ ভট্টাচার্য
14 May 2021
জীবন তো পোষ্য নয় বলো
যে তাকে দরজার কাছে বেঁধে রাখবে
একটা বিস্কুট কি মিষ্টি ছুঁড়ে দিলে
তোমার মুখের দিকে তাকিয়ে
লেজ নাড়বে
জীবন ঘরের সামনে রাখা
টবে ফোটা ফুলের গাছও নয়
যে সকাল সন্ধ্যে তোমার পরিচর্যায় বড় হয়ে উঠবে
তুমি তাকে ছেঁটেছুঁটে
তোমার ইচ্ছা মত বানাবে
যদি পারো
সব সঙ্কোচ
সব কপটতা ছেড়ে
চোখের উপর রাখো চোখ
বুঝবে
এতক্ষণ সবটুকু স্বপ্ন ছিল
সহজ লাগবে