সৌরভ ভট্টাচার্য
6 May 2021

যদি অনবরত
হেরে যাওয়ার কথা বলো
যদি অনবরত বলো
আর পারছি না
তবু তো আতঙ্ক যাবে না
মাদুর পেতে
দরজা আগলে শুয়ে থাকবে ভয়
বরঞ্চ যদি রাজি হয়ে যাও
এই সময়ে,
এই ঘন অন্ধকারে
যেন অন্তহীন সুড়ঙ্গে হাঁটতে
দেখবে তুমি একা নও
শেষ সম্বলটুকু বুকে জড়িয়ে
হাঁটছি আমরা সবাই
পাশাপাশি হাত ধরাধরি করে
যে শেষ সম্বল
তেমন দরকার হলে
তোমার সঙ্গে
ভাগ করে নিতেও পারি
[ছবিঃ সুমন]