Skip to main content
jodi

যদি অনবরত 
হেরে যাওয়ার কথা বলো

যদি অনবরত বলো
    আর পারছি না

তবু তো আতঙ্ক যাবে না
মাদুর পেতে 
   দরজা আগলে শুয়ে থাকবে ভয়

বরঞ্চ যদি রাজি হয়ে যাও
    এই সময়ে,
         এই ঘন অন্ধকারে
              যেন অন্তহীন সুড়ঙ্গে হাঁটতে

দেখবে তুমি একা নও
    শেষ সম্বলটুকু বুকে জড়িয়ে
        হাঁটছি আমরা সবাই
             পাশাপাশি হাত ধরাধরি করে

যে শেষ সম্বল 
    তেমন দরকার হলে
      তোমার সঙ্গে 
          ভাগ করে নিতেও পারি 

[ছবিঃ সুমন]

Category