সৌরভ ভট্টাচার্য
3 April 2016
এক মুঠো জোছনা চুরি করে
সিঁড়ি দিয়ে পা টিপে টিপে
তোমার ঘরের দরজায় এসে দাঁড়ালাম
তুমি বললে -
মোছা মেঝে, একটু দাঁড়াও
জলটা শুকিয়ে যাক আগে
বাইরে দাঁড়িয়ে রইলাম নির্বাক
মুঠোর ভিতর ছটফট করা জোছনা
বুকের ভিতর ধড়ফড় করা ভীত হৃৎযন্ত্রটা
পাছে দমবন্ধ হয়ে মরে যায় জোছনাটা!
অপেক্ষার সময় গলে
আমার হাত থেকে
পড়ল জোছনা চৌকাঠে
তোমার চৌকাঠে
চুঁইয়ে চুঁইয়ে
জল শুকালো।
আমি ঢুকলাম, জোছনা ডিঙিয়ে
ঘরের দেওয়ালগুলোকে পাহাড়
আর ছাদটাকে আকাশ করতে
পারলাম না।
বাধ সাধল জোছনা গলা
এক চৌকাঠ অভিমান