সৌরভ ভট্টাচার্য
17 November 2014
আমি সান্ধ্যভ্রমণে বেরিয়ে ছিলাম খানিক আগে। একজন ভদ্রলোক আরেকজনকে তাঁর মেয়ের প্রশংসা করতে গিয়ে বললেন, "আমার মেয়ে ভীষণ ভাল। সাত চড়ে রা করে না। একদম চুপচাপ থাকে।"
এ কথাটা আমি মেয়েদের প্রশংসার মানদন্ড হিসাবে আগেও শুনেছি। "হাজার বকো একটাও কথা বলবে না "....." আমার মেয়ে ঘর থেকেই বেরোয় না, কারোর সাথে কথা বলে না"..."এমন ঠান্ডা মেয়ে যে খিদে পেলেও মুখ ফুটে বলবে না, আজকাল এরকম ধরণের মেয়ে তো দেখাই যায় না"
আচ্ছা, এগুলো কি সত্যিই খুব প্রশংসনীয় গুণাবলী, না পরিবার তথা সমাজের ব্যর্থতার পরিচায়ক? যে একটা মানুষকে তার স্বাধীনতা, ইচ্ছা, অনিচ্ছা কেড়ে নিয়ে তাকে প্রশংসনীয় বানানোর মহৎকার্য্যটা মধ্যযুগ থেকে করার চেষ্টা চালিয়ে চলেছে?
এ কথাটা আমি মেয়েদের প্রশংসার মানদন্ড হিসাবে আগেও শুনেছি। "হাজার বকো একটাও কথা বলবে না "....." আমার মেয়ে ঘর থেকেই বেরোয় না, কারোর সাথে কথা বলে না"..."এমন ঠান্ডা মেয়ে যে খিদে পেলেও মুখ ফুটে বলবে না, আজকাল এরকম ধরণের মেয়ে তো দেখাই যায় না"
আচ্ছা, এগুলো কি সত্যিই খুব প্রশংসনীয় গুণাবলী, না পরিবার তথা সমাজের ব্যর্থতার পরিচায়ক? যে একটা মানুষকে তার স্বাধীনতা, ইচ্ছা, অনিচ্ছা কেড়ে নিয়ে তাকে প্রশংসনীয় বানানোর মহৎকার্য্যটা মধ্যযুগ থেকে করার চেষ্টা চালিয়ে চলেছে?