সৌরভ ভট্টাচার্য
29 August 2015
চোখে লেগেছিল সুন্দর
খুঁত ছিল, ছিল অপূর্ণতা
তবু চোখে লেগেছিল সুন্দর
মনে এসেছিল ভালবাসা
বিষ ছিল, ছিল ঈর্ষা
তবু মনে এসেছিল ভালাবাসা
চেতনায় এসেছিল আলো
সংশয় ছিল, ছিল ভয়
তবু চেতনায় এসেছিল আলো
জীবনে এসেছিল জীবন
মৃত্যু ছিল, ছিল বিচ্ছেদ
তবু জীবনে এসেছিল জীবন
আজ সব মিশে একাকার
আলাদা করি না
ভাবিও না সে কথা
আজ মরণের সাথে ঠাট্টা করে জীবন
উপহাস পরিহাসে মাখা
ছেঁড়া কাঁথার উপর বৈদূর্যমণি - জীবন
আমার অভিজ্ঞতা।