সৌরভ ভট্টাচার্য
31 December 2014
যা গেল, না হয় গেলই
যা নিল, না হয় নিলই
জীবন মানে কিছুটা সময়
একদিন তো সে ফুরোবেই
না হয় ফুরোলই
তবু যে সময়টা এখনো আছে বাকি
দেখিই না
যদি পারি, আরেকটু কাছাকাছি বাঁচি
জীবন মানে কিছুটা সময়
না হয় কিছুটা রইল ফাঁকিই
যেমন দুটো শব্দের মাঝে থাকে ফাঁক
তবে তো বাক্য হয়
সে ফাঁকটুকু না হয় অপূর্ণ থাকই।