sumanasya
29 August 2024
জীবন চিন্তার চেয়ে বড়। জীবন বুদ্ধির চেয়ে বড়। জীবন ধন-সম্পদ-মানসম্মান সব কিছু থেকে অনেক বড়। শুধু ভালোবাসার কাছে জীবন বড় ছোটো, বড় কাঙাল।
এই একটা কথা বুঝতে যে কত ঘড়া চোখের জল ফেলতে হয়! অবশেষে কৃতজ্ঞতার অশ্রু এসে, দুটো হাতকে বুকের কাছে জড়ো করায়, বলতে হয়, এই ক্ষুদ্র ব্যক্তিগত জীবনের এমন কিছু মূল্য ছিল না, ভালোবেসেছিলে বলে বেঁচে গেলাম! ধন্য হলাম!