সৌরভ ভট্টাচার্য
26 August 2019
অনেক ভেবে দেখলাম জীবনে সাধ বলতে তিনটে,
এক,
জীবনের সুখগুলোর মান pH 7 এর আশেপাশে থাকুক, খুব বেশি হলে 6 থেকে 8 এ-র মধ্যে।
জীবনের সুখগুলোর মান pH 7 এর আশেপাশে থাকুক, খুব বেশি হলে 6 থেকে 8 এ-র মধ্যে।
দুই,
যা যেতে চায় তাকে যেন ইসবগুলের দায়ে যেতে না হয়, আপনিই যেন যায়।
যা যেতে চায় তাকে যেন ইসবগুলের দায়ে যেতে না হয়, আপনিই যেন যায়।
তিন,
ভালোবাসার টানাপোড়েন যেন ইয়ং গুণাঙ্ক না ছাড়িয়ে যায়।
ভালোবাসার টানাপোড়েন যেন ইয়ং গুণাঙ্ক না ছাড়িয়ে যায়।
এইতেই আমার মোক্ষ হইবেক, অর্থাৎ কিনা সমসত্ত্ব সত্তায় লীন হইব।