Skip to main content

যে যেখানে থাকুক
ভালো থাকুক
খুব লড়াই দরকার নেই তো
দরকার নেই হুড়োহুড়ি করে উপরে ওঠার
সবাই যেখানে আছে
শান্তিতে থাকুক। সুস্থ থাকুক। 
একে অন্যের সঙ্গে থাকুক। 
আর কেউ না থাক
    অবশ্যই নিজের হাত নিজে ধরুক,
নিজের চোখ নিজে মুছুক।

যার সময় হচ্ছে ছেড়ে যাওয়ার
সে শান্তিতে যাক
সূর্য ডোবার পর যেমন
শান্ত সন্ধ্যা নামে পৃথিবীতে 
  ঝিঁঝির ডাক
      এক আকাশ তারা নিয়ে
   তার চলে যাওয়া পর তেমনই
        অনাড়ম্বর, শান্ত স্নিগ্ধতা
   নিয়ে একটা আসন পাতা থাক
        একটা প্রদীপ জ্বলুক শুধু
             অক্ষুব্ধ স্মৃতির মালা নিয়ে
         শিশিরবিন্দু অশ্রুমুক্ত জমুক

সমস্যা আছে
কিছুর সমাধান আছে
কিছুর নেই
কিছু তো হাতে আছে
কিছু নেই

কিছু সমস্যা আর সমাধান
এর মধ্যে একটা গলিপথ থাকুক
সেখানে শ্যাওলা না জমুক
রাস্তায় নুড়িপাথর না জুটুক
বড় রাস্তার স্বপ্নে
   অলস আবিলতায় দুর্গন্ধতা না
          ভরুক
    আনাচে-কানাচে

রোদ পড়ুক
জ্যোৎস্না আসুক
বৃষ্টি নামুক

জীবন 
ধীর অকম্পিত হাতে
    সময়ের হাত ধরুক
  ডালপালা মেলুক
      ফুল ফুটুক
          ফুল ঝরুক 
     মাটিতে জন্ম
       মাটিতেই মিশুক

জীবন হাঁটুক

যে যেখানে আছে
  ভালো থাকুক
      সুস্থ থাকুক

Category