সৌরভ ভট্টাচার্য
14 January 2017
তার আসা যাওয়া
আমার বুকের অলিতে গলিতে যখন তখন
এখানে ওখানে তার পায়ের ছাপ
যেখানে যেখানে নরম মাটি
সে যে নরম মাটিতেই হাঁটে, শুনেছি তার কোমল চরণ
তার পায়ের ছাপে জমে থাকা আমার অশ্রু সরোবর
সে সরোবরে ভাসে জগৎ সংসারের ছায়া
সেই ছায়ার আভাসে মিশে তারও মুখের মায়া
সে জলের ঢেউয়েই আমার জীবন মরণ