সৌরভ ভট্টাচার্য
30 September 2017
হাতের মুঠোর ভিতর দিয়ে বালি ঝরছে
ঝুরঝুর ঝুরঝুর ঝুরঝুর ঝুরঝুর
সব বালি পড়ে গেলে, মুঠোটা খুললাম
কয়েকটা বালি আঙুলের ফাঁকে আটকে
মনকে বোঝালাম - ওরা আমার উপার্জিত প্রেম
আমার সঞ্চিত স্নেহের আধার
আমার ভবিষ্যতের যষ্টি
শেষ বালিকণাটাও যখন পড়ে গেল আঙুলের ফাঁক ছেড়ে
বুঝলাম, সে আঙুলের ফাঁক ওর আশ্রয় ছিল না
ছিল বাধা
এখনও বালিয়াড়িতে কাজ করি
অন্য কাজ শিখিনি যে,
শুধু বালি ঝরার শব্দে প্রাণ কাঁদে না আর
আশ্রয় না হই, বাধা হব কেন?
ঝরুক ওরা। হারিয়ে যাক। মিলিয়ে যাক
আমি স্রোতের তানে মুগ্ধ হই
ঝুরঝুর ঝুরঝুর ঝুরঝুর ঝুরঝুর