অভিমান আর প্রেম একসাথে দীঘিতে স্নানে গেল।
অভিমান বলল, ভাই তোর কি আত্মসম্মান বোধ নেই? কেমন বেহায়ার মত কাঙালপনা করিস। দেখে আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।
প্রেম বলল, ভাই আমার যে ওই জিনিসটাই নাই
অভিমান বলল, কি? আত্মসম্মানবোধ তো?
প্রেম বলল, না ভাই, মাথা।
আর আত্মসম্মান? অভিমান বলল।
প্রেম বলল, যার সাথে গিয়ে আত্মা মিশেছে তার সম্মানেই আমার সম্মান, সেই আমার আত্ম সম্মান।
অভিমান বললে, বুঝলাম না ভাই, সব বিকাও বলেই সারা জীবন শুধু কাঁদো।
প্রেম বললে, সব বিকাই বলেই তুমি আমার মাঝে জাগো।
এমন সময় প্রচন্ড মেঘ করে আসল। দীঘির জল আসলো ঘন হয়ে।
অভিমান বললে, আর যে আমার থাকা চলে না ভাই, আমি ফিরি।
প্রেম বললে, এই তো আমার অভিসারের সময়, বাঁশি কি শুনছ না, আমি যাই।
অভিমান বললে, যাস না মরবি
প্রেম বললে, ফিরো না মরবে
অভিমান ঝড়ে দুহাতে মুখে চোখে ঢেকে দৌড়ালো আতঙ্কে। তার কানে ঝড়ের শব্দ, বাজের গর্জন।
প্রেম দুহাত বাড়িয়ে ছুটল গভীর অরণ্যে। তার কানে বাঁশির ডাক, সামনে বিদ্যুতের আলো।