Skip to main content


ভেবেছিলাম তুমি আসলে
                 আমি হব নিশ্চিন্ত
তখনো কি জানতাম
             তুমি ঝড়কে নিয়ে ফেরো?
তোমায় ঘরে আনতে গিয়ে
             ঘর মিশল পথে
এখন ঘরের লোক পর হয়েছে
          পথের পথিক আপন
ফিরব কোথায়? সব পথ-ঘাট একই লাগে
             এ কি বিষম গেরো!

Category