Skip to main content
ঝরাপাতা

ঝরাপাতা, ওগো ঝরাপাতা
  কার অভিসারে এলি?
   তবে ব্যর্থ হল কি আসা?
কি অভিমানে ধুলাতে শয়ন পাতিস?
         নাকি, পেলি তাঁর দেখা
    শবরীর মত বহু অপেক্ষা শেষে
         সে চরণেতে মাথা রাখিস?

(শ্রদ্ধেয় Samiran দার, এই মন কেমন করা ছবিটা, এই কটা কথা মনে জাগিয়ে দিল)

Category